আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সদরপুরে ‘ডেভিল হান্ট ফেইজ -২’ অপারেশনে আ.লীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

সদরপুরে ‘ডেভিল হান্ট ফেইজ -২’  অপারেশনে আ.লীগ নেতা আটক
ছবি: আমার দেশ।

দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে চলমান রয়েছে ‘ডেভিল হান্ট ফেইজ -২’ এর অপারেশন। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম জালাল উদ্দীন সেক। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চর বিষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

২১ ডিসেম্বর( সোমবার) দুপুরে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করে সদরপুর থানা পুলিশ। আটককৃত জালাল সেক জাকেরের ডাংগী গ্রামের মৃত হাসেন সেকের পুত্র।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল মামুন শাহ্‌ বলেন, সদরপুর উপজেলার আইন -শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ ও বিশৃঙ্খলা প্রতিরোধে অভিযান চালানো হয়েছে। এসময় কার্যক্রম নিষদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে আসামীকে আটক করা হয়েছে। সামনের দিনগুলোতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আটক কৃত জালাল উদ্দীনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন