তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য দায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনা। বেগম খালেদা জিয়াকে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা বলে মন্তব্য এনামুল হক এনাম।
শুক্রবার জুমার নামাজের পর পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে পটিয়া মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম বলেন, আমরা এমন একজন অভিভাবককে হারিয়েছি, যার জন্য দেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশও শোক জানিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়াই করে গেছেন। ফ্যাসিস্ট হাসিনা বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটিয়া মডেল মসজিদের খতিব মাওলানা ইরফানুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আবু তাহের, জেলা বিএনপি নেতা মোজাম্মেল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক চেয়ারম্যান, নুরুল আমিন এমএসসি, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আবুল ফয়েজ, মফফজল আহম্মদ চৌধুরী, আব্দুল মাবুদ, সাইফুদ্দিন আহম্মদ, এ কে এম জসিম, হাজি কামাল, জেলা যুবদলের সহ-সভাপতি শাহাজান চৌধুরী, জেলা জাসাসের সদস্য সচিব মো. নাছির, জেলা কৃষকদলের সদস্য সচিব মীর জাকের, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব জাহেদুল ইসলাম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সদস্য সচিব আব্দুল কাদের, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুল আলম ফারবেজ, পৌরসভা কৃষকদলের আহ্বায়ক বুলবুল হোসেন নান্নু, সদস্য সচিব আলমগিরসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ওলামা দল নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

