আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুয়াশার বাধা কাটিয়ে ফের সচল শরীয়তপুর–চাঁদপুর নৌপথ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

কুয়াশার বাধা কাটিয়ে ফের সচল শরীয়তপুর–চাঁদপুর নৌপথ

ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার পর অবশেষে স্বস্তি ফিরেছে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে। কুয়াশা কেটে যেতেই ফের চালু হয়েছে ফেরি চলাচল, প্রাণ ফিরে পেয়েছে ব্যস্ত এই নৌপথ। শনিবার ভোর ৬টা থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক ঘোষণা করে। এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মাঝে স্বস্তির নিশ্বাস ফিরে আসে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই ঘন কুয়াশা নেমে আসে নদীপথে। দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ওই সময় থেকেই শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নদীতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হয়েই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল ৬টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

বর্তমানে এই নৌরুটে ছোট ও বড় মিলিয়ে মোট ৬টি ফেরি নিয়মিত চলাচল করছে। ফেরি চলাচল শুরু হওয়ায় দুই পাড়েই জমে থাকা যানজট ধীরে ধীরে কমতে শুরু করেছে।

শীত মৌসুমে কুয়াশাজনিত এমন পরিস্থিতি নিয়মিত দেখা দিলেও, দ্রুত সিদ্ধান্ত ও সময়োপযোগী ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন