আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় জমি বিরোধের মামলার সাক্ষীকে হত্যা, আহত ৪

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

বগুড়ায় জমি বিরোধের মামলার সাক্ষীকে হত্যা, আহত ৪

‎বগুড়ার গাবতলীতে মামলার সাক্ষী আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নারীসহ আরো চারজনকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। আহতদের গাবতলী উপজেলা সহকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

‎সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায়‌ উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন থাকা চারজনকে আটক করেছে।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতহলিদা গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আতাউর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত বুলু প্রামাণিকের ছেলে মন্টু, বাবুল ও মামুনের দীর্ঘদিন ধরে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। দেড় বছর আগে বিষয়টিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে এরশাদ নামে একজন গুরুতর আহত হন। গাবতলী মডেল থানায় এরশাদের ভাই আতাউর রহমান বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত মামলায় এনজিও কর্মী নিহত আবু বক্কর সিদ্দিক প্রধান সাক্ষী হন।

‎এরপর থেকে পূর্বের মামলার আসামিরা আবু বক্কর সিদ্দিককে সাক্ষী না দেওয়ার জন্য হত্যাসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।

‎ঘটনার দিন সোমবার মাগরিবের নামাজের পর প্রতিপক্ষ মামলার বাদী আতাউর রহমানের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়।

‎এই সংবাদ পেয়ে স্থানীয় বুরুজ বাজারে দোকান থেকে সাক্ষী আবু বক্কর সিদ্দিক ও বাদী আতাউর রহমান মোটরসাইকেলযোগে বাড়িতে আসার সময় ওত পেতে থাকা আসামিরা বাদীকে চলন্ত মোটরসাইকের ওপর হামলা করে আহত করে এবং সাক্ষী আবু বক্কর সিদ্দিককে মাথা লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন এসে আহতদের চিকিৎসার জন্য গাবতলী উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন।

‎গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আনিস বলেন, বাড়ির সীমানা ও‌ জমি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। আগের মামলার সাক্ষী আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

‎লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...