আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্স, সিদ্ধান্ত হয়নি এখনও

স্পোর্টস রিপোর্টার

বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্স, সিদ্ধান্ত হয়নি এখনও

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো দুই দফা চিঠির পরিপ্রেক্ষিতে বিসিবির সঙ্গে বৈঠকে বসেছিল আইসিসি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া এই সভায় বাংলাদেশকে তাদের নিজের অবস্থান পরিবর্তনের আহবান জানায় আইসিসি। তবে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অনড় অবস্থান থেকে নড়েনি বিসিবি।

গতকাল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন এই বৈঠকে। এরপরেই আরও একবার নিজেদের অবস্থান আরও স্পষ্ট করে বিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহবান জানিয়েছিল। মূলত টুর্নামেন্টের আগে হাতে অল্প সময় থাকায় এই পুনর্বিবেচনার আবেদন ছিল আইসিসিত পক্ষ থেকে। তবে আইসিসির সেই অনুরোধ উপেক্ষা করে নিজেদের অবস্থানে অনড় আছে।

ফলে কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে এই বৈঠক। পরবর্তীতে আবার বসবে বিসিবি ও আইসিসি। সেখানেই হবে বিস্তারিত আলোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন