আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পটুয়াখালীতে গণভোট জনসচেতনতায় রোড শো

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালীতে গণভোট জনসচেতনতায় রোড শো

পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণাসংক্রান্ত রোড শোর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণিল রোড শোর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন মো. খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন উদ্দিন, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. ওহিদুজ্জামান মুন্সিসহ প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে এবং গণভোটে সচেতনতা বাড়াতে রোড শোর আয়োজন।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের দিন ভোটারদের দুটি ব্যালট পেপারে ভোট দিতে হবে। একটি ব্যালটে ভোটারগণ প্রার্থী নির্বাচন করবেন, অন্যটিতে গণভোটে অংশগ্রহণ করবেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে জুলাই সনদসহ বিভিন্ন সুবিধা দ্রুত সময়ে নিশ্চিত হবে।’

উদ্বোধনী অনুষ্ঠান শেষে রোড শোর কনভয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। সাধারণ জনগণ যাতে গণভোট সম্পর্কে সচেতন হতে পারে, সেই লক্ষ্যে এই কনভয়ের মাধ্যমে জেলাব্যাপী প্রচারণা চালানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন