আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো

কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না: আমীর খসরু
ছবি: আমার দেশ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোন বিশেষ কারণে কোন বিশেষ ভোটের কথা বলা সরকারের উচিত নয়। সরকারের উচিত জনগণকে ভোট দিতে বলা। জনগণকে ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করা।

একটা ভোটের কথা বাইরে রেখে আরেকটা ভোটের কথা বলাকে জনগণ ভালোভাবে নিচ্ছে না। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে যেই ভোট, সেই ভোটের কথা বলতে হবে। এটাই আসল ভোট।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত শিশু কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সরকারের লোকজনের বিশেষ কারণে ভোটের কথা বলা মানুষের মনে বিভিন্ন সন্দেহের উদ্রেক করে। এজন্য আসল ভোটের কথা বলতে হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে সিটি মেয়র শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এতে আরও উপস্থিত ছিলেন, শিশু কিশোর সমাবেশ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান এবং শাহানশাহ হযরত জিয়াউল হক মাউজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন