আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে মাঠে থাকবে বিজিবি: কর্নেল শফিক

রংপুর অফিস

নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে মাঠে থাকবে বিজিবি: কর্নেল শফিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের ন্যায় রংপুরেও মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে রংপুর সেক্টরের আওতাধীন সর্বোচ্চ সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান।

বিজ্ঞাপন

শনিবার দুপুর ১২টায় রংপুর নগরীর পার্কের মোড়ে স্থাপিত বিজিবি নিরাপত্তা চৌকি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কর্নেল শফিকুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর সেক্টরে প্রায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার আস্থা তৈরি করাই এ মোতায়েনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, রংপুর বিভাগের ৬২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অস্ত্র প্রবেশ ও সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোধে বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

নির্বাচনকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সেক্টর কমান্ডার। পরিদর্শন শেষে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় বিজিবি রংপুর সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন