বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে দ্বিতীয় দফায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
সোমবার বেলা ২ টায় গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কায়দোজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে কেন্দ্রীয় শহীদ মিনারে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
এরপর বিকেল সাড়ে তিনটার দিকে বগুড়া-৭ আসনের শাহজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন একই নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গতকাল রবিবার বিকেলে বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে বগুড়া-৭ আসনের নির্বাচনি সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু নেতাকর্মীদের সাথে নিয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম দফায় মনোনয়ন তুলেছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

