আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁপাইনবাবগঞ্জে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদত হোসেন মাসুদের বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতিত্ব ও বিধি লঙ্ঘন করে একাধিক প্রার্থীকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে গত ৫ ও ৬ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর দুটি অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের প্রাপ্তি ও জারী শাখার রিসিভ কপি আমাদের দেশের হাতে রয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, ১৭ নভেম্বর জেলা প্রশাসক হিসেবে শাহাদত হোসেন মাসুদ চাঁপাইনবাবগঞ্জে যোগদান করেন। ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ করে এবং ২৯ ডিসেম্বরের মধ্যে দাখিলের সময়সীমা ছিলো। নির্ধারিত সময়ে জেলার ৩টি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে দুই জন প্রার্থী হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য উল্লেখ্য করেননি।

তবে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল না করে নিয়মবহির্ভূতভাবে বৈধ ঘোষণা করেন। আরেকজন প্রার্থীর বিদ্যুৎ বিল সর্বশেষ মাস পর্যন্ত হালনাগাদ করা নেই এরপরও তার মনোনয়ন গ্রহণ করেছেন তিনি। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুদের এমন পক্ষপাতিত্ব ও অনৈতিক সুবিধা দেয়া নিয়ে জনসাধারণের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন এসব অনভিজ্ঞ কর্মকর্তাকে জেলার গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার দেওয়ার কারণে নির্বাচনি নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে।

অভিযোগে আরো বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে বিএনপির প্রার্থী হলফনামায় মামলার তথ্য না দিলেও বৈধ ঘোষণা করেছে এবং জামায়াতের প্রার্থীর মামলার তথ্য হলফনামায় না দিয়ে সাদা কাগজে দিয়েছে, তারটিও বৈধতা দিয়েছে। তবে জাতীয় পার্টির প্রার্থীর মামলার তথ্য স্ক্যান কপি আগে জমা দেন এবং বাছাইয়ের দিন হলফনামায় দিলেও অবৈধ ঘোষণা করেছেন।

জামায়াতের প্রার্থীরা প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নামের তালিকা ডিসির কাছে দিচ্ছে এবং সেই তালিকা অনুযায়ী ভোটগ্রহণকারী কর্মকর্তার নামের তালিকায় সংযুক্ত করার জন্য নির্দেশ দিচ্ছেন রিটানিং কর্মকর্তা। যার কারণে এখন পর্যন্ত ভোট গ্রহণকারী কর্মকর্তার নামের প্যানেলই তৈরি করতে পারেননি। আবার ভোটকেন্দ্র স্থাপনের নির্দেশনায়, প্রার্থীর বাড়ির আয়ত্তের মধ্যে থাকা কেন্দ্র সম্পর্কে নানাবিধ অভিযোগ থাকলে ভোটকেন্দ্র পরিবর্তনের কোো উদ্যোগ গ্রহণ করেননি। এসব অভিযোগস তদন্ত করে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির দাবি জানানো হয়েছে।

আরেক অভিযোগে বলা হয়েছে, জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর সেবাপ্রত্যাশীদের সঙ্গে অসৌজন্য আচরণ করে আসছেন। কেউ কোনো কাজে তার কাছে গেলে সমাধানের বদলে জটিলতা সৃষ্টি করেন তিনি। গণশুনানিতে অনেকেই অভিযোগ নিয়ে গেলে সেটার সুরাহা না পেয়ে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগীরা। ১৬ ডিসেম্বরে মহান বিজয় দিবসে নিজে পতাকা উত্তোলন না করে পিওন দিয়ে উত্তোলন করেছেন। কয়েকজন প্রধান শিক্ষকের সঙ্গে বিভিন্ন বিষয়ে কর্কশ ভাষায় কথা বলাসহ অপমানজনক আচরণ করেছেন। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার সাথে দুর্ব্যবহার করতে দেখা গেছে। বিভিন্ন অফিসিয়াল জরুরি ফাইলপত্র বিনা কারণে দিনের পর দিন আটকে রাখেন তিনি। যার ফলে সেবাপ্রত্যাশীরা হয়রানি ও ভোগান্তির শিকার হন।

অভিযোগকারীর দাবি, জেলা প্রশাসক থেকে মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কমপক্ষে দুইবছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন। অথচ ২০২১ সালে বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ১ বছরের মতো এবং মাগুরায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মাত্র ৫-৬ মাস দায়িত্ব পালন করেন বিসিএস ২৮তম ব্যাচের এই কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্মকতাদের সুবিধা দিয়ে নিয়মবহির্ভূতভাবে জেলা প্রশাসকের পদ বাগিয়ে নেন তিনি। শাহদাত হোসেন মাসুদের মতো একজন অনভিজ্ঞ কর্মকর্তাকে জেলার গুরুত্বপূর্ণ পদ জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া সমিচিন হয়নি। অবিলম্বে তাকে অপসারণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহদাত হোসেন মাসুদ অভিযোগ অস্বীকার করে বলেন, সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পূর্ণ করা হয়। সেখানে বিভিন্ন দপ্তরের অফিস প্রধানরাও উপস্থিত ছিলেন। নিয়মতান্ত্রিকভাবেই পত্র বৈধ ও অবৈধ ঘোষণা করা হয়। কাউকে বিন্দুমাত্রও সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। ক্রিয়েটিং ও পোলিং অফিসার নিয়োগে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করে আসছে। এখানে জেলা রিটার্নিং কর্মকর্তার কোনো দায় নেই। এছাড়া কোন সেবা গ্রহীতাকে হয়রানি বা হেনেস্তা করার সুযোগ নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...