চাঁপাইনবাবগঞ্জ- ৩ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। বুধবার বেলা ১২টার দিকে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী, কর্মীসহ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। নূরুল ইসলাম বুলবুল বলেন, সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।
চাঁপাইনবাবগঞ্জকে হবে দলমত, ধর্ম–বর্ণ, জাতি–গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আশ্রয়স্থল। দাঁড়িপাল্লার বিজয় হলে সকলে মিলে মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলারও কথা বলেন বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর- ৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমানসহ অন্যরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

