ছাত্রলীগের হামলায় শিবির কর্মী ও জামায়াত নেতাসহ আহত ২

উপজেলা প্রতিনিধি, কালগিঞ্জ (লালমনিরহাট)
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২১: ২৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের হামলায় ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী ও জামায়াত নেতাসহ দু’জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলেে কলেজ ক্যাম্পাসের ভেতরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—কলেজ শিক্ষার্থী ও শিবির কর্মী মো. মোত্তাকীন আহমেদ এবং তার বড় ভাই স্থানীয় জামায়াত নেতা মো. শামীম আহম্মেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ প্রাঙ্গণে কথা কাটাকাটির একপর্যায়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আনন্দ, হৃদয়, সাব্বির, নাজমুল, স্বাধীনসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

হামলাকারীরা শিবির ও জামায়াতের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজও করে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলার পর স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্যকে আটক করে এবং তাদের কালীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে।

এ বিষয়ে সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের অধ্যক্ষ জনাব তৈয়বুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমি জরুরি কাজে ঢাকায় রয়েছি। তবে ফোনে শুনেছি ক্যাম্পাসে এমন একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এনাম হোসেন জয় বিষয়টি দেখছেন।’

আইনগত ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে অধ্যক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যদের মুক্ত করতে বিএনপির কয়েকজন স্থানীয় নেতা তদবির চালাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত