
জেলা প্রতিনিধি, পঞ্চগড়

হিমালয়ের খুব কাছে অবস্থিত দেশের শীত প্রধান জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সকাল এবং সন্ধ্যার বাতাসে এখনই অনুভূত হচ্ছে হালকা শীতের পরশ। তবে দিনভর সূর্যের তেজে তাপমাত্রা থাকছে ৩০ থেকে ৩২ ডিগ্রির ঘরে। ফলে দিন এবং রাতের তাপমাত্রার যে ব্যবধান তাতে জেলার জনজীবনে তৈরি হয়েছে শীত ও গরমের মিশ্র আবহ। অসুস্থ হয়ে পড়ছে শিশু এবং বয়স্করা।
রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এর আগের দিন শনিবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সকালবেলা স্কুলগামী শিক্ষার্থী, ভোরের শ্রমজীবী মানুষ আর চা-বাগানের শ্রমিকদের গায়ে এখন দেখা যাচ্ছে হালকা গরম কাপড়।
কথা হয় চা শ্রমিক মোবারক হোসেনের সঙ্গে, তিনি বলেন, ভোরে কাজ শুরু করতে গেলে এখন ঠান্ডা ঠান্ডা লাগে। হাতে, মুখে কুয়াশার পানি পড়ে একটু ঠান্ডা লেগেছে।
শহরের কাচা বাজারে সব্জি পরিবহন করছিলেন ভ্যান চালক রকিবুল ইসলাম বলেন, সকালে ভ্যান নিয়ে বের হলে ঠান্ডা লাগছে। দিনের মধ্যভাগে তাপমাত্রা বেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে তা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। এরপর ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে তাপমাত্রা নেমে যাবে এক অংকের ঘরে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তর দিক থেকে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের আগমন আগে ভাগেই টের পাওয়া যাচ্ছে। এরই মাঝে হালকা বৃষ্টিপাতের সম্ভবনাও রয়েছে। ডিসেম্বরের শুরুতেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে একাধিক শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে। সেইক্ষেত্রে তাপমাত্রা ৪ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে।

হিমালয়ের খুব কাছে অবস্থিত দেশের শীত প্রধান জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সকাল এবং সন্ধ্যার বাতাসে এখনই অনুভূত হচ্ছে হালকা শীতের পরশ। তবে দিনভর সূর্যের তেজে তাপমাত্রা থাকছে ৩০ থেকে ৩২ ডিগ্রির ঘরে। ফলে দিন এবং রাতের তাপমাত্রার যে ব্যবধান তাতে জেলার জনজীবনে তৈরি হয়েছে শীত ও গরমের মিশ্র আবহ। অসুস্থ হয়ে পড়ছে শিশু এবং বয়স্করা।
রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এর আগের দিন শনিবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সকালবেলা স্কুলগামী শিক্ষার্থী, ভোরের শ্রমজীবী মানুষ আর চা-বাগানের শ্রমিকদের গায়ে এখন দেখা যাচ্ছে হালকা গরম কাপড়।
কথা হয় চা শ্রমিক মোবারক হোসেনের সঙ্গে, তিনি বলেন, ভোরে কাজ শুরু করতে গেলে এখন ঠান্ডা ঠান্ডা লাগে। হাতে, মুখে কুয়াশার পানি পড়ে একটু ঠান্ডা লেগেছে।
শহরের কাচা বাজারে সব্জি পরিবহন করছিলেন ভ্যান চালক রকিবুল ইসলাম বলেন, সকালে ভ্যান নিয়ে বের হলে ঠান্ডা লাগছে। দিনের মধ্যভাগে তাপমাত্রা বেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে তা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। এরপর ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে তাপমাত্রা নেমে যাবে এক অংকের ঘরে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তর দিক থেকে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের আগমন আগে ভাগেই টের পাওয়া যাচ্ছে। এরই মাঝে হালকা বৃষ্টিপাতের সম্ভবনাও রয়েছে। ডিসেম্বরের শুরুতেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে একাধিক শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে। সেইক্ষেত্রে তাপমাত্রা ৪ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে।

পরশুরামের মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটিয়া সীমান্ত থেকে বাংলাদেশীদের ধরে নিয়ে যাওয়া ৫ টি গরু ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৯ নভেম্বর) সকালে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো বাংলাদেশীদের কাছে হস্তান্তর করা হয়।
৭ মিনিট আগে
জগন্নাথপুর উপজেলার ‘জনতার চেয়ারম্যান’ খ্যাত সৈয়দ তালহা আলম লাইভে যদি বিএনপির সাথে ১২ দলীয় জোটের সমঝোতা হয় তাহলে সুনামগঞ্জ-৩ আসনটি উন্মুক্ত করে দেওয়ার দাবি করেন।
৯ মিনিট আগে
এ সময় ২১ জনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর ও ঈশ্বরদীর চরাঞ্চলে একযোগে এ অভিযান চালানো হয়।
১৫ মিনিট আগে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার অভিযোগে দায়ের করা এক মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৬ মিনিট আগে