শেরপুরে আগুনে পুড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৪: ৩১
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৪: ৩২

বগুড়ার শেরপুরে আগুনে পুড়ে নাবিলা (১১) নামের এক মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নাবিলা শিবপুর রশিদিয়া দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

নাবিলা উপজেলার গাড়িদহ ইউনিয়নের শিবপুর মধ্যপাড়া গ্রামের মৃত কেরামত আলী মাস্টারের পুত্র আবুল কালাম মুকুলের মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর দুপুরে মাদরাসা ছুটি হওয়ার পর নাবিলা বাড়িতে ফেরে।তার মা অসুস্থ থাকায় চিকিৎসার জন্য শেরপুরে যান। এ সময় ছোট্ট নাবিলা নিজেই খাওয়ার জন্য চুলায় রান্না করতে গেলে এক পর্যায়ে তার শরীরে আগুন ধরে যায়। এতে নাবিলার শরীরের অধিকাংশ দগ্ধ হয়।

নাবিলার চিৎকার শুনে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসকরা তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

চিকিৎসাধীন অবস্থায় রোববার ২ নভেম্বর রাত ১০টার দিকে নাবিলা মারা যায়। চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। সোমবার বেলা ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত