কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের ভেতরে চলমান সংঘাতের ছোড়া গুলিতে আহত সাত বছরের শিশু আফনানকে (৭) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। রাতে তার মাথায় অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, শিশুটির মাথায় গুলি লেগেছে। অবস্থাটা অত্যন্ত সংকটাপন্ন ছিল। রাতেই সিটি স্ক্যান করে জরুরি অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। স্থিতিশীল হলে আবারও সিটি স্ক্যান করে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।
এর আগে রোববার সকাল ৯টার দিকে শিশুটির মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র জানান, সীমান্তের ওপারে সংঘর্ষের সময় গুলিতে এক বাংলাদেশি শিশু মারা গেছে। তবে দুপুরে তিনি সংশোধিত তথ্য দেন—শিশুটি তখনো জীবিত ছিল।
শনিবার রাত থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হলে সকালে গোলাগুলি আরও বাড়ে। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা শূন্যরেখার দিকে সরে আসে। এ সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলির একটি হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকার জসিম উদ্দিনের বসতঘরে গিয়ে লাগে। এতে তার মেয়ে আফনান গুলিবিদ্ধ হয়।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

