উত্তরের হিমেল হাওয়ায় থরথর করে কাঁপছে দেশের উত্তর জনপদ হিমালয় দুহিতা নীলফামারী। গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে আছে এই জনপদ। হাড়কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষ লেপ-কাঁথা মুড়ি দিয়ে যখন নিরাপদ আশ্রয়ে, ঠিক তখনই রাতের আধারে ঘুরে ঘুরে ভবঘুরেদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ, কুয়াশার দাপটে হাত বাড়ানোও দায়, তখন তিনি শহরের আনাচে-কানাচে খুঁজে বের করছেন শতাধিক ছিন্নমূল আর অসহায় মানুষদের।
স্টেশনের প্ল্যাটফর্ম, ফুটপাত কিংবা বাজারের খোলা বারান্দায় শুয়ে থাকা মানুষগুলোর মাথার ওপর যখন কষ্টের পাহাড়, তখন জেলা প্রশাসকের নিজ হাতে তাদের মাঝে বিতরণ করলেন কম্বল। তাদের মাঝে তুলে দেওয়া একেকটি কম্বল হয়ে উঠছে তাদের বেঁচে থাকার যেন অবলম্বন।
জেলা প্রশাসকের এই মমত্ববোধ আর সহমর্মিতায় মুগ্ধ এসব ছিন্নমূল মানুষ। তাদের মতে, জেলা প্রশাসকের এমন কাজ প্রমাণ করে যে, পদবি কেবল শাসনের জন্য নয়, বরং বিপদে সাধারণ মানুষের ভরসাস্থল হওয়ার জন্য। হাড়কাঁপানো এই শীতের রাতে কম্বল হাতে প্রশাসনের এমন উপস্থিতি অসহায় মানুষদের মনে কেবল উষ্ণতাই দিচ্ছে না, দিচ্ছে বেঁচে থাকার নতুন সাহস। সরকারি এই উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানরাও যদি এভাবে এগিয়ে আসেন, তবে কোনো শীতার্ত মানুষকে আর এই তীব্র শীতে কষ্ট পেতে হবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

