নীলফামারীর কিশোরগঞ্জে শনিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ার্ড যুবলীগ সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন পুটিমারী ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও উত্তর ভেড়ভেড়ী গ্রামের মৃত বাচান উদ্দিনের ছেলে জিয়ার রহমান (৪২) এবং উত্তর বড়ভিটা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত পরিতোষ কৃষ্ণের ছেলে জগদীস চন্দ্র বর্মন (৫৫)।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, শনিবার রাতে ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে রোববার সন্ত্রাসবিরোধী মামলায় তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

