
জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে আছেন মাইমুনা (১৩), হিমু (৫), জাহানা (৫), আকলিমা (৪০), সোহেল (২০), নয়ন হোসেন (২৪), রফিজ উদ্দিন (৬০), শিল্পী (৪০), ওয়াসিমুল্লাহ (২৯), জাফর (২১) ও মনিরা আক্তার (২৫)। এরা সবাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বসতি এলাকায় গড়ে উঠা চা বাগানগুলোতে অবস্থান করছে শিয়ালের দল। সন্ধ্যা নামতেই খাবারের সন্ধানে বের হয় তারা। বের হয়ে হাঁটে রাস্তায়, ঢুকে পড়ে বসতি এলাকায়।
কায়েতপাড়া এলাকার মনির হোসেন বলেন, ‘আমার বাড়ির পাশে চা বাগান। সন্ধ্যা হলেই বাগানে ভিতর থেকে শিয়াল এসে বাড়ির আশপাশে ঘুরাঘুরি করে। কয়েক দিনে আমার বাড়ির আঙ্গিনা থেকে ৪টি মুরগি নিয়ে গেছে। শিয়ালের ভয়ে দিনের বেলায় শিশুদের কঠোর নিরাপত্তায় রাখতে হচ্ছে।’
গতকাল রাত সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে কেউ বাজার থেকে বাড়ি ফিরছিলেন, কেউ বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, আবার কেউ বাইরে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ শিয়াল এসে কয়েকজনকে কামড় দিয়ে পালিয়ে যায়।
চা বাগান এলাকায় বসবাসকারীরা জানান, চা বাগানগুলোর পাশে ছাগল হাঁস মুরগি কবুতর পালন কঠিন হয়ে পড়েছে। শিয়াল এসব শিকার করার জন্য ওঁত পেতে থাকছে। মানুষকেও আক্রমণ করছে।
শিয়ালের কামড়ে আহত রফিজ উদ্দিনের স্ত্রী বলেন, ‘গতকাল রাত ৯টার পর আমার স্বামী জেলা শহরের বানিয়াপট্টি এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় দিয়ে বুকে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসা নিয়ে আমরা বাড়ি ফিরেছি।’
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক আবদুল কাদের বলেন, গতকাল রাত ৮টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টার মধ্যে শিয়ালের কামড়ে আহত হয়ে ১১ রোগী হাসপাতালে আসেন। তারা সবাই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

পঞ্চগড়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে আছেন মাইমুনা (১৩), হিমু (৫), জাহানা (৫), আকলিমা (৪০), সোহেল (২০), নয়ন হোসেন (২৪), রফিজ উদ্দিন (৬০), শিল্পী (৪০), ওয়াসিমুল্লাহ (২৯), জাফর (২১) ও মনিরা আক্তার (২৫)। এরা সবাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বসতি এলাকায় গড়ে উঠা চা বাগানগুলোতে অবস্থান করছে শিয়ালের দল। সন্ধ্যা নামতেই খাবারের সন্ধানে বের হয় তারা। বের হয়ে হাঁটে রাস্তায়, ঢুকে পড়ে বসতি এলাকায়।
কায়েতপাড়া এলাকার মনির হোসেন বলেন, ‘আমার বাড়ির পাশে চা বাগান। সন্ধ্যা হলেই বাগানে ভিতর থেকে শিয়াল এসে বাড়ির আশপাশে ঘুরাঘুরি করে। কয়েক দিনে আমার বাড়ির আঙ্গিনা থেকে ৪টি মুরগি নিয়ে গেছে। শিয়ালের ভয়ে দিনের বেলায় শিশুদের কঠোর নিরাপত্তায় রাখতে হচ্ছে।’
গতকাল রাত সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে কেউ বাজার থেকে বাড়ি ফিরছিলেন, কেউ বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, আবার কেউ বাইরে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ শিয়াল এসে কয়েকজনকে কামড় দিয়ে পালিয়ে যায়।
চা বাগান এলাকায় বসবাসকারীরা জানান, চা বাগানগুলোর পাশে ছাগল হাঁস মুরগি কবুতর পালন কঠিন হয়ে পড়েছে। শিয়াল এসব শিকার করার জন্য ওঁত পেতে থাকছে। মানুষকেও আক্রমণ করছে।
শিয়ালের কামড়ে আহত রফিজ উদ্দিনের স্ত্রী বলেন, ‘গতকাল রাত ৯টার পর আমার স্বামী জেলা শহরের বানিয়াপট্টি এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় দিয়ে বুকে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসা নিয়ে আমরা বাড়ি ফিরেছি।’
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক আবদুল কাদের বলেন, গতকাল রাত ৮টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টার মধ্যে শিয়ালের কামড়ে আহত হয়ে ১১ রোগী হাসপাতালে আসেন। তারা সবাই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।


শফিকুল আলম আরো বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাস দীর্ঘ; ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই এই ধারা শুরু। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেক নিউজ। এই ভুয়া সংবাদ প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
২৫ মিনিট আগে
ছয়টি বাচারি নৌকা অংশ নেয় এবারের প্রতিযোগিতায়, যেগুলোর নাম রাখা হয় জাতির গৌরবোজ্জ্বল ব্যক্তিত্বদের নামে—শের-ই-বাংলা এ কে ফজলুল হক, জুলাই শহীদ, সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিল, কবি জীবনানন্দ দাশ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং কবি সুফিয়া কামাল।শিকারপুর সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজ ঘাট
১ ঘণ্টা আগে
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি জয়দেবপুর জংশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ পাওয়ার কার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনের গতিপথ বাধাগ্রস্ত হয় এবং উভয় দিকের ট্র
২ ঘণ্টা আগে
মেধাবৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে এটিএম আজহারুল ইসলাম প্রতিটি পরীক্ষার কক্ষ ঘুরে দেখেন, পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তদারকি শিক্ষকদের নির্দেশনা দেন।শিক্ষার্থীদের মনোযোগ ও পরীক্ষার সুষ্ঠু আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতাকর্মী ও বিদ্যালয়ের সকল ...
২ ঘণ্টা আগে