ইসরাইলে ব্যাপক বিক্ষোভ, কারণ কী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২০: ০৬
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ২০: ১৯

ইসরাইলে বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার জেরুসালেমের প্রধান প্রবেশপথ অবরোধ করে প্রায় তিন লাখ অতিআর্থডক্স ইহুদি পুরুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেরুজালেমে ৩ লাখেরও বেশি অতি অর্থোডক্স ইহুদি (হারেদিম) বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের বিরুদ্ধে বিশাল বিক্ষোভে জড়ো হয়েছিল। হিব্রু মিডিয়া লাখো মানুষের এই বিক্ষোভকে ‘মিলিয়ন-ম্যান মার্চ’ নামে অভিহিত করেছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী ইসরাইল সরকার ২০২৪ সালের পর থেকে অন্য সকল নাগরিকের মতো আল্ট্রা অর্থোডক্স পুরুষদেরকেও সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে। তবে এই রক্ষণশীল ইহুদিরা মূলত নিজেদেরকে ঐতিহ্যবাহী ধর্মীয় পাঠেই নিয়োজিত রাখতে চান। তাই বাধ্যবাধকতামূলক যোগদানের এই আইন বাতিল রাখার জন্য তারা আন্দোলন করছেন। বিক্ষোভোর ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং জেরুজালেমে ও তার আশেপাশের প্রধান রাস্তাগুলি বন্ধ হয়ে যায়। এসময় সেনাবাহিনী এবং সরকারের নিন্দা জানিয়ে বেশ কিছু প্ল্যাকার্ড বহন করেছিলেন বিক্ষোভকারীরা। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল ‘জনগণ তোরাহের সাথে আছে’ এবং ‘তোরাহ সেমিনারি বন্ধ করার অর্থ হচ্ছে ইহুদি ধর্মের সমাপ্তি।

বিক্ষোভের পেছনে মূল কারণ হলো ইসরাইলি সেনাবাহিনীতে অতিআর্থডক্স (হারেদি) পুরুষদের বাধ্যতামূলক নিয়োগের সরকারি পরিকল্পনা ও সাম্প্রতিক খসড়া আইনের বিরুদ্ধে অসন্তোষ। সাম্প্রতিক মাসগুলোতে সেনা নিয়োগ এড়ানো হারেদি যুবকদের মধ্যে ৮৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা মোট তালিকাভুক্ত প্রায় সাত হাজার খসড়া এড়ানো ব্যক্তির মাত্র ৭ শতাংশ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত