ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি সই

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২১: ৪২

ভারত ও যুক্তরাষ্ট্র আগামী ১০ বছর ধরে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে বৈঠকের পর এই চুক্তি ঘোষণা করা হয়।

শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

চুক্তিটি দুই দেশের মধ্যে “সমন্বয়, তথ্য ভাগাভাগি এবং প্রযুক্তিগত সহযোগিতা” বৃদ্ধির পাশাপাশি “আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ ক্ষমতা” জোরদার করবে বলে মার্কিন প্রতিরক্ষা সচিব হেগসেথ এক্স (পূর্বে টুইটার)-এ জানিয়েছেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “এই চুক্তি আমাদের ক্রমবর্ধমান কৌশলগত অভিন্নতার প্রতিফলন এবং অংশীদারিত্বের একটি নতুন দশকের সূচনা করবে। প্রতিরক্ষা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে থাকবে। একটি মুক্ত, উন্মুক্ত ও নিয়ম-ভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার জন্য আমাদের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এই চুক্তির মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের সমগ্র পরিসরে নীতিগত দিকনির্দেশনা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী জানিয়েছেন, চুক্তিটি মূলত জুলাই-আগস্ট মাসে সই হওয়ার কথা ছিল, তবে পাকিস্তান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে ভারতের অসন্তুষ্টির কারণে এটি বিলম্বিত হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত