আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের কাছে যে তিন দাবি জানালেন সাঈদ আল নোমান

চট্টগ্রাম ব্যুরো

তারেক রহমানের কাছে যে তিন দাবি জানালেন সাঈদ আল নোমান

চট্টগ্রাম- ১০ (হালিশহর-পাহাড়তলী) আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান দলটির চেয়ারম্যান তারেক রহমানের কাছে তিনটি দাবি তুলে ধরেছেন। এই তিন দাবিকে জনদাবি উল্লেখ করেছেন তিনি। দাবিগুলো পূরণ হলে চট্টগ্রাম শহর উন্নয়নের অগ্রযাত্রায় অনেকগুণ এগিয়ে যাবে। খালেদা জিয়ার ঘোষিত বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মানুষও কোন দিক থেকে আর পিছিয়ে থাকবে না।

বিজ্ঞাপন

রোববার দুপুরে নগরীর পলোগ্রাউন্ড মাঠে ১৬টি আসনের সংসদ প্রার্থীরা বক্তব্য রাখেন। এসময় সাঈদ আল নোমান তার বক্তব্যে বলেন, ২০১২ সালে আমরা এই মাঠে প্রমাণ করেছিলাম আমরা বেগম খালেদা জিয়াকে কতো ভালোবাসি। ১৯৮৭ সালের ৪ নভেম্বর মরহুমা বেগম খালেদা জিয়াকে আপনাদের একজন আব্দুল্লাহ আল নোমান আপসহীন নেত্রী উপাধি দেন। যিনি সৌভাগ্যক্রমে আমার পিতা। কিন্তু তিনি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।

আমি তার একজন সন্তান হিসেবে ও রাজনৈতিক শীষ্য হিসেবে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমানের কাছে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের তিনটি দাবি। এগুলো হলো, এক চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা। অর্থাৎ উন্নয়নের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা। ২০০৩ সালে ম্যাডাম বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন। দ্বিতীয় হলো, শিক্ষা ও স্বাস্থ্য নামক দুটি স্তম্ভের উপর দাঁড়িয়ে বাংলাদেশের ভবিষ্যত। সে বিষয়ে তারেক রহমান প্রস্তুতি নিয়েছেন। তার পলিসি টিম কাজ করছে। তৃতীয় হলো দুর্নীতির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকতে হবে। অতিতে যেকোন কারণে আমরা সেটি নিতে পারিনি। আমরা বলব চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে পারলে কোন দু:খ আর এই চট্টগ্রামে থাকবে না।

তিনি আরো বলেন, আজকে এখানে আসতে পেরেছি তারেক রহমানের কারণে। আমাদের নেতা তারেক রহমানেক আমরা বীরের বেশে পেয়েছি। আমি বিশ্বাস করি ১২ তারিখ আমরা আপনাকে সর্ব্বোচ্চ, সর্বস্ব দিয়ে জয় নিয়ে আসব। ইনশাল্লাহ সেটি স্মরণীয় হয়ে থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন