আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি জনসভায় জামায়াত আমির

দেশ নিয়ে এখান-ওখান থেকে কিছু উৎপাত দেখতে পাচ্ছি

আমার দেশ অনলাইন

দেশ নিয়ে এখান-ওখান থেকে কিছু উৎপাত দেখতে পাচ্ছি

বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন ‘এখান-ওখান থেকে কিছু উৎপাত দেখতে পাচ্ছি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে বর্তমান ও সাবেক কয়েকজন কূটনীতিক তাদের মতামত তুলে ধরেছেন, তবে তাদের নাম উল্লেখ না করেই জামায়াত আমির এমন মন্তব্য করলেন।

বিজ্ঞাপন

রোববার দুপুরে ঢাকা-৬ আসনে নির্বাচনি জনসভায় তিনি বলেছেন,আমরা সম্প্রতি কিছু উৎপাত দেখতে পাচ্ছি এখান থেকে ওখান থেকে। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন।

মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না। এতদিন নাক গলে যে তরল পদার্থ বের হয়েছে মেহেরবানি করে টিস্যু দিয়ে, এখন এটা সামলে নেন। আর নাক গলানো আমরা দেখতে চাই না।

তিনি বলেন, মানুষ ইজ্জতের সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে। আর বলবে না, অমুক দেশ আমার বড় দাদা, অমুকটা আমার পিসির দেশ, অমুকটা আমার মাসির দেশ। বরঞ্চ জোর করে বলবে এটা আমার বাংলাদেশ।

জামায়াত আমির এমন বক্তব্য দিলেন এমন সময়, রাত দু’দিন আগে শুক্রবার ভারতের শিলিগুড়িতে বাংলাদেশে নিযুক্ত দেশটির সাবেক কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা জামায়াতের ভোটে জেতা নিয়ে কড়া মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে ভোট ‘অবাধ ও সুষ্ঠু’ হলে জামায়াতে ইসলামীর জয়ী হওয়ার সম্ভাবনা নেই। কেবল ভোটে কারচুপি হলেই এই ধর্মভিত্তিক দলটির ক্ষমতায় আসা সম্ভব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন