আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে শোকের ছায়া

জেলা প্রতিনিধি, দিনাজপুর

খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে শোকের ছায়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দিনাজপুরে বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ নেতাকর্মীরা জেল রোডস্থ দলীয় কার্যালয়ে ছুটি আসেন।

বিজ্ঞাপন

সোমবার সকালেই শহরের বালুবাড়ীস্থ মরহুমা বেগম জিয়ার পৈতিক বাড়ি তৈয়বা ভিলা ও বিএনপি জেলা কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়। তার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্ন স্থানে কুরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে দলীয় কার্যালয়ে শোক সম্বলিত ব্যানার টানানো হয়েছে।

দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে কালোব্যাচ ধারনসহ মরহুমা বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কুরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল জানান, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় রাজনীতির কিংবদন্তি ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি তার রুহের মাগফিরাত কামনা করি।

এদিকে আগামীকাল তার জানাজায় অংশগ্রহণের জন্য জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। আজ রাতের মধ্যেই নেতাকর্মীরা তার জানাজায় অংশগ্রহণের জন্য দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানিয়েছেন পৌর বিএনপির সভাপতি মাে. জিয়াউর রহমান জিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন