টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি হিসেবে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মো. জাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মো. হৃদয় হোসাইন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মো. এরশাদ।গত সোমবার অনুষ্ঠিত সাংবাদিক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২০ জানুয়ারি সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম-সম্পাদক দৈনিক এশিয়া প্রতিনিধি ইশরাত জাহান ইশা, সাংগঠনিক সম্পাদক চ্যানেল ২১ এর মো. নাজমুল হাসান ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আজকের বাংলার রায়হান আহমেদ, দপ্তর সম্পাদক আরটিভি অনলাইনের আতিক মাহবুব তাঞ্জিম, উপ-দপ্তর সম্পাদক দৈনিক কালের কন্ঠের তকী তাহমিদ ফরহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক দেশ বুলেটিনের হৃদয় হোসাইন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেনস্বদেশ প্রতিদিন-এর আবু বকর সিদ্দিক রবিন, দৈনিক গণকণ্ঠ-এর ইমতিয়াজ আহমেদ ইমন, প্রজন্ম কথা-এর মো. জিসান রহমান, দৈনিক দেশের কথা-এর সাজ্জাদুল ইসলাম সৈকত, জনতার খবর-এর সাজ্জাদ হোসাইন সোহান এবং রাইজিংবিডি-এর আবিদ ফেরদৌস মিয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

