আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশু উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশু উদ্ধার
ছবি: আমার দেশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রোববার আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চায়না ক্যাম্প এলাকা থেকে তাদের উদ্ধার করে সমাজ সেবা অধিদপ্তরের হেফাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মোকতার হোসেন জানান, রোববার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ একটি রুটিন অভিযান পরিচালনা করেন। অভিযানে বাণিজ্য মেলা এলাকার পার্শ্ববর্তী চায়না ক্যাম্প এলাকা থেকে রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামের তিন শিশুকে উদ্ধার করেন তারা।

পুলিশের ধারণা, হয়তো তাদের পাচারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হতে পারে। শিশুরা তাদের নাম আর পিতার নাম ছাড়া আর তেমন কিছু বলতে পারে না। শিশুদের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা কুর্মিটোলা রেলস্টেশনে আসে। তবে সেখানে কিভাবে এসেছে তা বলতে পারেনি। কিন্তু পরে তারা কুড়িল থেকে বাসে চড়ে বাণিজ্য মেলায় আসে।

উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয় এবং শিশুদের নিরাপত্তার স্বার্থে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।

পুলিশ ও সমাজসেবা সূত্র জানায়, শিশুদের পরিচয় ও পরিবারের সন্ধান নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন