দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ি) আসনে ব্যারিস্টার একেএম কামরুজ্জামানকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আইন উপদেষ্টাকে ধানের শীষের নমিনি হিসেবে ঘোষণার সপ্তাহ না পেরোতেই তাকে প্রত্যাখ্যান করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। প্রার্থিতা পরিবর্তনের দাবিতে ছোট পরিসরে বিভিন্ন কর্মসূচিও পালন করছিলেন মনোনয়নবঞ্চিত নেতারা। এবার তার মনোনয়ন বাতিল চেয়ে অবরোধের ডাক দিয়েছেন দলটির উপজেলা শাখার সভাপতি এজেডএম রেজওয়ানুল হক।
দ্বিতীয় দফায় গত ৪ ডিসেম্বর ব্যারিস্টার কামরুজ্জামানকে দিনাজপুর-৫ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তার মনোনয়ন পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়ে গতকাল বুধবার এলাকায় মাইকিং করা হয়েছে। রাত ১০টায় পার্বতীপুর শহরে মাইকিং করে বলা হয়, সকাল-সন্ধ্যা অবরোধ, গাড়ি-ঘোড়া চলবে না, অফিস-আদালত-দোকানপাট খুলবে না, ব্যাংক বীমায় লেনদেন হবে না।
অবরোধের বিষয়ে জানতে রেজওয়ানুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান বলেন, ‘আমি ও রেজওয়ানুল ঢাকায় আছি। পরে কথা বলব।’
অপরদিকে অপর নেতা জাহাঙ্গীর কমিশনার বলেন, ‘মাইকিং হচ্ছে। কাল (বৃহস্পতিবার) সকাল হোক, তারপর সব বুঝতে পারবেন।’
এ বিষয়ে জানতে দিনাজপুর-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, এখানে কোনো ধরনের নৈরাজ্য চলবে না। অফিস আদালত সব চলবে। দোকানপাট বন্ধ করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সার্কেল এসপি শাহিনুর ইসলাম আমার দেশকে প্রশাসনের পক্ষ থেকে কোনো সমস্যা নেই জানিয়ে বলেন, অফিস আদালত এবং রাস্তায় কোনো রকম বিশৃঙ্খলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা অবরোধ, হরতাল করলে আমাদের কোনো বাধা নেই, কিন্তু জনগণের ভোগান্তি হওয়া যাবে না।

