বাগেরহাট ও গাজীপুরের সংসদীয় আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন থাকবে। বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সংশ্লিষ্ট পৃথক চারটি লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেয়।
এর আগে বাগেরহাটে চারটি থেকে একটি আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোর মাধ্যমে সেখানে ছয়টি আসন করেছিল নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি জানিয়ে গেজেটও প্রকাশ করেছিল ইসি। গত ১০ নভেম্বর ওই পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। একই সঙ্গে বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল করতে নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ও অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। ইসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সঙ্গে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
পরে ব্যারিস্টার জাকির বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখেছে। এ কারণে ২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল করে ইসিকে গেজেট জারি করতে হবে। এছাড়া গাজীপুরেও আগের মতো পাঁচটি আসন থাকবে।

