ঝালকাঠি -২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০১: ৩১

ঝালকাঠি -০২ (সদর-নলছিটি) আসনে সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে।

সোমবার দলের স্থায়ী কমিটির সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে দেশের ২৩৭ জন প্রার্থী ঘোষণার সময় ঝালকাঠি -২ আসনে দলের প্রার্থী হিসেবে ইলেনের নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ইলেন ভুট্টো জাতীয় পার্টির প্রয়াত সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর সহধর্মিণী। তিনি ২০০১ সালে ঝালকাঠি -২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আমির হোসেন আমুকে পরাজিত করে নির্বাচিত হন। জেলার নলছিটি উপজেলার পুত্রবধূ ইলেন ভুট্টোর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ধারণা করা হচ্ছে এই জনপ্রিয়তাকে পুঁজি করেই অন্যান্য হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীদের পিছনে ফেলে মনোনয়ন যুদ্ধে জয়ী হয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরাত সুলতানা ইলেন ভুট্টো আমার দেশকে বলেন, আমাকে মনোনয়ন দেয়ায় ঝালকাঠি-নলছিটি মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ এই আসনটি আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দেব।

এদিকে ঝালকাঠির দুটি সংসদীয় আসনের মধ্যে ঝালকাঠি-২ আসন ঘোষণা করা হলেও ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। জানা গেছে ঝালকাঠি-১ আসনে শরিক দলের প্রার্থী হিসেবে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান এই আসনটি তার নিজের জন্য বিএনপির কাছে দাবি করে আসছেন। ২০১৮ সালে ইরানকে বিএনপি জোটের পক্ষ থেকে পিরোজপুর -২ আসনে মনোনয়ন দেয়া হয়েছিলো।

মোস্তাফিজুর রহমান ইরান সোমবার আমার দেশকে বলেন, বিএনপির হাই কমান্ডকে জানিয়ে আমি ঝালকাঠি -১ আসনে নির্বাচনি প্রচারণা চালাচ্ছি। আমি আশা করছি আমাকেই ঝালকাঠি -১ আসনে বিএনপি জোট থেকে মনোনয়ন দেয়া হবে। ইতোমধ্যেই আপনারা জেনেছেন ঝালকাঠি -১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত