মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫: ৫২
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ২৬
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

রাজনৈতিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে আনন্দপুর এলাকায় এ সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বি এন পি নেতা ওয়াহিদ মোল্লা ও উজির আলীর মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এসময় দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হন শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধদের মধ্যে গুরুতর আহত সোহেল ও লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ জানান, গুলিবিদ্ধ ৮ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলির আঘাত রয়েছে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। তবে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, এ ধরনের কোনো খবর তাদের জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে।

স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। এর আগেও কয়েক দফায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত