খাগড়াছড়ি কারাগার থেকে দুই আসামির পলায়ন, একজন আটক

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২১: ৫৯

খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই আসামি দেয়াল টপকে পালিয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ, তবে অন্যজন এখনো পলাতক।

বিজ্ঞাপন

জানা যায়, বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে কারাগারের দক্ষিণ পাশের দেওয়াল টপকে পালিয়ে যায় দুই হাজতি। পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের সহায়তায় খাগড়াছড়ি টিএন্ডটি গেটের সামনে থেকে রাজিব হোসেনকে আটক করা হয়। তবে পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম এখনো পলাতক।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা।

তিনি বলেন, পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেন নামের একজনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে পুনরায় আটক করা হয়েছে। তবে অপর আসামি শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। তার গ্রামের বাড়ি জেলা শহরের ইসলামপুর এলাকায়। তাকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। শফিকুল ইসলাম চুরির মামলা এবং রাজিব হোসেন দাঙ্গাহাঙ্গামা মামলার আসামি।

এদিকে, খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই হাজতি আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফকে প্রধান করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুলিশ সুপারের

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

পাকিস্তানে আন্তর্জাতিক সম্মেলনে কী-নোট স্পিকার আবুল কালাম আজাদ

পল্টনের জনসভা সফল করতে গোলাম পরওয়ারের আহ্বান

জিয়াউর রহমানের সাহসী নেতৃত্বেই দেশ ভারতীয় আধিপত্য থেকে রক্ষা পায়

অধিনায়ক শান্তর ‘নতুন’ শুরু, কোচ আশরাফুলের অভিষেক এবং মুশফিক নটআউট ৯৯

জাহানারা ইস্যুতে বিসিবি সংশ্লিষ্টদের বাদ দিয়ে স্বাধীন তদন্ত কমিটি চান তামিম

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত