খুলনা মহানগরীতে এনসিপি নেতা মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় ডি. কে শামীম ওরফে ঢাকাইয়া শামীমকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
গতকাল শুক্রবার রাতে নগরীর বসুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে তার সহযোগী মাহাদিনকেও গ্রেপ্তার করেছে র্যাব।
নিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তার ঢাকাইয়া শামীম গুলি বর্ষণের ঘটনায় জড়িত। তার বিরুদ্ধে মাদক, দস্যুতা ও বিশেষ ক্ষমতা আইনে আগের সাতটি মামলা রয়েছে। অভিযানে গ্রেপ্তার হওয়া অপর আসামি মাহাদিন গুলিবর্ষণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছে র্যাব।
গ্রেপ্তারদের সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানিয়েছে, মামলার বাকি অভিযুক্তদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
গত ২২ ডিসেম্বর খুলনার ১০৯ মজিদ সরণির আল আকসা মসজিদ গলির ‘মুক্তা হাউস’-এ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মোতালেব সিকদারকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় তার স্ত্রী নিম্মি নামে এক নারীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করে মামলা দায়ের করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

