পাবনার ভাঙ্গুড়ায় ওমর ফারুক (৫৭) নামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভাঙ্গুড়া পৌর আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর শহরের চৌবাড়ীয়া ভদ্রপাড়া মহল্লার বাসিন্দা।
শুক্রবার রাতে বিস্ফোরক মামলায় পৌর শহরের শরৎনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ২০১৪ সালে ভাঙ্গুড়া পৌর আ. লীগের কমিটি গঠিত হয়। এতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সভাপতি ও সাবেক এমপি পুত্র গোলাম হাসানাইন রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটিতে ওমর ফারুক রানা সিনিয়র সহ-সভাপতি পদ পান । এরপর ২০১৭ সালে আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর থেকে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান আমার দেশকে বলেন, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় ওমর ফারুক তদন্তাধীন আসামি। শুক্রবার রাত ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাকে পাবনা আদালতে সোর্পদ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

