কক্সবাজারের ঈদগাঁওয়ে সেচ বাঁধের পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমনগর অরলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হল উক্ত এলাকার রমজান আলীর পুত্র রাফি (৭) ও মো. হোসেনের কন্যা সানিয়া (৮)। উভয় শিশু স্থানীয় নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গ্রামের ক্ষেত ও জমির সেচ বাঁধের (গোদা) পানিতে এলাকার অন্য শিশুদের সাথে এ দুই শিশুও গোসল করতে নামে। সাতার না জানায় ক্রমে এ দুই শিশু বাঁধের বদ্ধ জমা পানিতে ডুবে যায়। অন্য শিশুদের চিৎকারে লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল। একই দিন আদরের পর তাদের দাফন সম্পন্ন করা হয়।

