আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবদলের প্রার্থী সমান ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। নির্বাচন চলাকালীন যে কোনো দলের প্রার্থী যদি আচরণ বিধি লঙ্ঘন করেন তাদের বিরুদ্ধে লোকদেখানো কোনো ব্যবস্থা নেয়া হবে না, সরাসরি প্রার্থীতা বাতিল করা হবে। কোন প্রার্থী এ নির্বাচনে পোস্টারও করতে পারবেন না।
সোমবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের সাইরা গার্ডেন রিসোর্টে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে নারায়ণগঞ্জে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে।
তিনি আরো বলেন, সরকার চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে নির্বাচন করার জন্য এবং গণভোট করার জন্য। নির্বাচন কমিশন আইন কানুন বিধি-বিধানসহ সব কিছু করে প্রস্তুত। এই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল মালামল ক্রয় করা হয়েছে। এই মাসের দ্বিতীয় সপ্তাহের ভিতরে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করব। দু’মাস পরে যে তারিখে আমরা সিডিউল ঘোষণা করব। সে দিন থেকে কম-বেশি ৬০ দিনের ভিতর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশেষ করে রমজান মাসের আগে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আনোয়ারুল ইসলাম সরকার আরো বলেন, হলফনামায় যদি কোনো প্রার্থী তথ্য গোপন করেন এবং কম-বেশি দেন সে ক্ষেত্রে সে নির্বাচিত হলেও তার পদবি বাতিল হবে। নির্বাচন চলাকালীন সময় প্রিজাইডিং অফিসার থাকবেন কেন্দ্রের কেন্দবৃন্দ। প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে তার কেন্দ্রে ভোট ব্যবস্থাপনা করবেন। যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় ফল ঘোষণার আগ পর্যন্ত কোনো যদি অন্তরায় সৃষ্টি হয় তাহলে প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্র বন্ধ করতে পারবেন।
তাছাড়া রিটানিং অফিসার চাইলে পুরো আসনটাই বাতিল করতে পারবেন।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রধান (উপসচিব) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ মোস্তফা হাসান, ঢাকা অঞ্চলের অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত নির্বাচন অফিসার রাকিবুজ্জামান রেনু, বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী প্রমুখ।

