
সিলেট ব্যুরো

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ও গণঅভ্যুত্থানের পরও গণদাবির জন্য আমাদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে। যা জাতির জন্য দুঃখজনক।
তিনি শনিবার বিকেলে নগরীর সিটি পয়েন্টে ৫ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, যেনতেনভাবে জুলাই সনদে স্বাক্ষরের পর এর আইনি ভিত্তি নিয়ে কালক্ষেপণ চলছে। এ নিয়ে কূটকৌশল গণঅভ্যুত্থানের শহিদদের সাথে প্রতারণার শামিল। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কোনো টালবাহানা ছাত্র-জনতা মেনে নেবে না। নভেম্বরে গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।
তিনি আরও বলেন, গণভোট ও পিআর পদ্ধতি নিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মস্করা ও আপত্তিকর বক্তব্য প্রদান করছেন। যা গণদাবির সাথে তামাশার শামিল। সরকারের কতিপয় উপদেষ্টা ও কতিপয় কর্মকর্তা একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। ফলে দেশে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি হচ্ছে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। মিছিল সমাবেশে সিলেট মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার জনশক্তি অংশ নেন।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন— জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা নায়েবে আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ও গণঅভ্যুত্থানের পরও গণদাবির জন্য আমাদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে। যা জাতির জন্য দুঃখজনক।
তিনি শনিবার বিকেলে নগরীর সিটি পয়েন্টে ৫ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, যেনতেনভাবে জুলাই সনদে স্বাক্ষরের পর এর আইনি ভিত্তি নিয়ে কালক্ষেপণ চলছে। এ নিয়ে কূটকৌশল গণঅভ্যুত্থানের শহিদদের সাথে প্রতারণার শামিল। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কোনো টালবাহানা ছাত্র-জনতা মেনে নেবে না। নভেম্বরে গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।
তিনি আরও বলেন, গণভোট ও পিআর পদ্ধতি নিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মস্করা ও আপত্তিকর বক্তব্য প্রদান করছেন। যা গণদাবির সাথে তামাশার শামিল। সরকারের কতিপয় উপদেষ্টা ও কতিপয় কর্মকর্তা একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। ফলে দেশে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি হচ্ছে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। মিছিল সমাবেশে সিলেট মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার জনশক্তি অংশ নেন।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন— জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা নায়েবে আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ।

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি ইউনিয়নের আর্য কল্যাণ বনবিহার এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করতে চায় সেনাবাহিনী। কিন্তু সে জায়গাটিকে বিহারের সম্পত্তি দাবি করে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দিচ্ছেন স্থানীয়রা। আর স্থানীয়দের এ কাজে উসকে দিচ্ছে ভারতের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক
৩ ঘণ্টা আগে
স্ত্রী আইরিন আক্তার ও দুই সন্তানকে নিয়ে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলিতে ভাড়া থাকতেন আবুল কালাম। পাঁচ বছরের ছেলে আবদুল্লাহ আর তিন বছরের মেয়ে সুরাইয়া এখনো বুঝতে পারছে না তাদের বাবা আর কখনো ফিরবে না। আইরিন বলেন, ‘ওরা শুধু জিজ্ঞেস করে, বাবা কই? বাবা কবে আসবে? আমি কী করে ওদের বলব, তাদের বাবা আর কোনোদিন আসবে না
৬ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতা মশিউর রহমান রাঙ্গাসহ (৪৩) তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ গোবিন্দগঞ্জ থানায় মামলাটি করেন।
৬ ঘণ্টা আগে
ফরিদপুরের ৩টি উপজেলায় ও পৌরসভার সদ্যঘোষিত বিএনপির উপজেলা ও পৌর কমিটিতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের পদধারী কমপক্ষে ১৫ জন এবং আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের সাথে সম্পৃক্ততা রয়েছে- এমন কমপক্ষে ১২ জন স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।
১০ ঘণ্টা আগে