পদ্মা সেতুতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে ঢাকাগামী সড়কের পদ্মা সেতু অংশে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী বসুমতী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর রাতে পদ্মা সেতুর ওপর পৌঁছালে দ্রুতগতিতে পিছন দিক থেকে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন বসুমতী পরিবহনের হেলপার মো. তোফায়েল মিয়া (২৭)। তিনি মাদারীপুর জেলার দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত সেলিম মিয়ার ছেলে।
এ সময় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পদ্মা দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহে আলম পিপিএম জানান, ভোর রাতে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহন পদ্মা সেতুর ওপর বসুমতী পরিবহনের একটি বাসকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার নিহত হন। দুর্ঘটনার পর সেতুতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরে তা স্বাভাবিক করা হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনায় কবলিত দুইটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে পদ্মা সেতু এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

