ম্যাচের ভাগ্য দুলছিল পেন্ডুলামের মতো। একবার ম্যাচের ভাগ্য ঝুঁকছিল ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে। তো পরেরবার ম্যাচের ভাগ্য ঝুঁকে যাচ্ছিল বোর্নমাউথের দিকে। যেন এক মহারণ। শ্বাসরুদ্ধকর আর হাইভোল্টেজ ম্যাচ তো একেই বলে। কম তো নয়, আট গোলের এক থ্রিলার লড়াই। কিন্তু অবিশ্বস্য হলেও সত্যি! রোমাঞ্চকর লড়াই শেষে জয়ের মুখ দেখতে পায়নি কোনো দুদলই। ইউনাইটেড বড় হোঁচটটা খেয়েছে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে। রেড ডেভিলদের ৪-৪ গোলে রুখে দিয়েছে পুঁচকে অতিথি দল বোর্নমাউথ। দুদল পয়েন্ট ভাগাভাগি করলেও এই ম্যাচকে ইংলিশ প্রিমিয়ার লিগে এ মৌসুমের সেরা ম্যাচ বলে অভিহিত করেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ও ফুটবল বিশ্লেষক জেমি ক্যারাঘার।
ম্যাচটা আগাচ্ছিল ঠিক আট-দশটার ম্যাচের মতোই। বল মাঠে গড়াতেই প্রভাব বিস্তার করে খেলতে থাকেন কোচ রুবেন আমোরিমের শিষ্যরা। দ্রুত এগিয়েও যায় তারা। ইউনাইটেড ম্যাচের ১৩ মিনিটের মাথায় লিড পায় আমাদ দিয়ালোর কল্যাণে। লড়াইয়ের ৪০ মিনিটে আন্তোন সেমেনিও স্কোর লেভেল করেন বোর্নমাউথের জার্সিতে। ইনজুরি টাইমে ক্যাসেমিরো জালের সন্ধান পেলে ২-১ গোলে এগিয়ে যায় ইউনাইটেড।
অসম লড়াইটা রোমাঞ্চকর ম্যাচে রূপ নেয় ঠিক দ্বিতীয়ার্ধে। বিরতির পর খেলা শুরু হতেই গোল করে বোর্নমাউথকে সমতার স্বস্তি এনে দেন এভানিলসন। আর ৫২ মিনিটে ম্যাচ নেয় নতুন মোড়। মার্কাস তাবেরনিয়েরের গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় বোর্নমাউথ। এতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে লড়াইয়ে। ৭৭ মিনিটে ম্যানইউ সমতায় ফেরে ব্রুনো ফার্নান্দেজের গোলে। মিনিট দুয়েক বাদে ইউনাইটেড ফের এগিয়ে যায় মাথেউস কানহা।
ম্যাচে এবার ৪-৩ গোলে এগিয়ে যায় ম্যানইউ। জয় উঁকি দিচ্ছিল ইউনাইটেড শিবিরে। কিন্তু স্বাগতিকদের জয়ের সেই স্বপ্ন গুঁড়িয়ে দেন এলি জুনিয়র ক্রুপি। ১৯ বছরের এ ফরাসি ফরোয়ার্ডের গোলেই ম্যাচ শেষের বাঁশি বাজার ৬ মিনিট আগে ম্যাচে এবার সমতা ফেরে সফরকারী বোর্নমাউথ। পরে দুদল শতচেষ্টা করেও আর লিড নিতে পারেনি। মানে, জয়সূচক পায়নি কোনো দলই। তাতে ৪-৪ গোলে অমীমাংসিত থেকে যায় লড়াই।
উত্থান-পতনের ম্যাচটিকে চলতি মৌসুমের সেরা ম্যাচ বলে অভিহিত করেছেন সাবেক লিভারপুল ও ইংল্যান্ড ডিফেন্ডার ক্যারাঘার, ‘ম্যাচের বড় একটা সময়জুড়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছিল দুর্দান্ত। প্রথমার্ধে বোর্নমাউথ একেবারেই ছন্দে ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে তারা ছিল অসাধারণ। কী দারুণ একটা ম্যাচ, এককথায় চমৎকার। আমার মনে হয়, আমরা এ পর্যন্ত প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা ম্যাচটাই দেখে ফেললাম।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

