আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আড়াইহাজারে শীর্ষ ডাকাত মুসা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে শীর্ষ ডাকাত মুসা গ্রেপ্তার
ছবি: আমার দেশ।

আড়াইহাজার উপজেলায় পুলিশ বৃহস্পতিবার ভোরে একটি বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ ডাকাত মুসা (৪৮) কে গ্রেপ্তার করেছে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মুসাকে মাহমুদ ইউনিয়নের লস্করদী এলাকা থেকে ধরা হয়। গ্রেপ্তার মুসা লস্করদী এলাকার মৃত আম্বর মিয়ার ছেলে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ থেকে ১২টি ডাকাতি এবং অস্ত্র আইনের মামলা রয়েছে। মুসাকে স্থানীয়রা শীর্ষ ডাকাত দলের অন্যতম সদস্য হিসেবে অভিহিত করেছেন।

বিজ্ঞাপন

ওসি (তদন্ত) রিপন কুমার জানান, ‘গ্রেপ্তারকৃত মুসা এলাকায় দীর্ঘদিন ধরেই ডাকাতি এবং সশস্ত্র অপকর্মে জড়িত ছিল। তার কর্মকাণ্ডের কারণে এলাকার মানুষ আতঙ্কিত ছিল। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছি এবং মামলার তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হবে।’

পুলিশ বলেছে, মুসার সঙ্গে আরও কিছু সহযোগীর নাম জানা গেছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। এছাড়া, মুসার ব্যবহৃত অস্ত্র ও ডাকাতির সরঞ্জামও উদ্ধারে অভিযান চালানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন