আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভালুকায় মা ও দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার

আমার দেশ অনলাইন

ভালুকায় মা ও দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকার একটি বাড়ি থেকে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) এবং পুত্র নীরব (২)।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম তাঁর দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। সকালে স্থানীয়রা তাদের ঘর থেকে কোনও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘরের ভেতর থেকে তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং গলাকাটা অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন