আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

বরিশাল অফিস

সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় গত ১ জানুয়ারি দুদকের উপ-পরিচালক এস এম রাশেদুর রেজা ঢাকায় মামলাটি করেন। তবে মঙ্গলবার মামলার বিষয়টি প্রকাশ্যে আসে। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়েছে, দুদক আইনের ২৬(১) ধারায় সাদিক আবদুল্লাহকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেয়া হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় একই আইনের ২৬(২) ধারায় ‘শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত’ হয়েছে।

দুদক জানায়, বরিশালের সাবেক মেয়রের বিরুদ্ধে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন এবং ভোগ-দখলে রাখার অভিযোগের ‘সত্যতা’ পাওয়া যায়। এর ভিত্তিতে ২০২৫ সালের ১৬ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলের জন্য সাদিক আবদুল্লাহর নামে নোটিস জারির সিদ্ধান্ত হয়। গত ২৬ অক্টোবর দুদকের একজন কনস্টেবল ঢাকার কলাবাগান এলাকায় তার ঠিকানায় নোটিশ নিয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে ৪ নভেম্বর বরিশাল নগরীর ঠিকানায় গিয়েও তাকে না পাওয়ায় একইদিন আগৈলঝাড়া উপজেলার সেরাল এলাকার ঠিকানায় সম্পদ বিবরণী ফরমের মূলকপি বাড়ির দরজায় টাঙিয়ে নোটিস জারি করা হয়।

এজাহারে বলা হয়েছে, ৪ নভেম্বর নোটিস জারির পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি সাদিক আবদুল্লাহ। এ কারণে দুদকের উপ-পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন।

মামলার বাদী দুদকের প্রধান কার্যালয়ের উপ-পচরচালক এস এম রাশেদুর রেজা আমার দেশকে বলেন, গত ১ জানুয়ারি তিনি বাদী হয়ে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন। শিঘ্রই এ বিষয়ে তদন্ত শুরু করা হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহ । ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ৫ বছর তিনি বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন