আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জয়ের পর যা বললেন জকসুর নতুন ভিপি

আমার দেশ অনলাইন

জয়ের পর যা বললেন জকসুর নতুন ভিপি
জকসুর নতুন ভিপি রিয়াজুল ইসলাম। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে শীর্ষ তিন পদেই ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের পরাজয় হলো।

কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে বুধবার রাত পৌনে ১২টার দিকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।

বিজ্ঞাপন

ফলাফলে দেখা গেছে, শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিবকে ৮৭৬ ভোটে হারিয়েছেন। রিয়াজুল পেয়েছেন মোট ৫ হাজার ৫৬৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

নির্বাচনে জয়ের পর গতকাল বুধবার দিবাগত রাতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জয়ী ভিপি রিয়াজুল ইসলাম। নির্বাচনে ভোট দেওয়া সবার রায়ের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

রিয়াজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত পরিপক্ক এবং মেধাবী। শিক্ষার্থীরা নিজেদের বিচারবুদ্ধি অনুযায়ী যাকে যোগ্য মনে করেছেন, তাকেই ভোট দিয়েছেন। কেউ ছাত্রদলকে বেছে নিয়েছেন, আবার কেউ আমাদের প্যানেলকে ভোট দিয়েছেন। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, উভয়ের সিদ্ধান্তকেই আমি সমান সম্মানের চোখে দেখি এবং শিক্ষার্থীদের রায়ের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধাশীল।’

‘ভূমিধস বিজয়’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ধরনের বড় শব্দ আমি ব্যবহার করতে চাই না। কারণ জয়-পরাজয় একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে আসে। ছাত্র সংসদ নির্বাচন মূলত একটি প্রতিনিধিত্ব করার প্রক্রিয়া মাত্র।’

নির্বাচন পরবর্তী ঐক্য ও কর্মপরিকল্পনা নির্বাচনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের বিভাজন তৈরি হোক, তা চান না উল্লেখ করে রিয়াজুল বলেন, ‘আমরা নির্বাচনের আগেও যেভাবে অন্যান্য প্যানেলের ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, পরেও একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...