কুমিল্লার দেবিদ্বারে একটি বিউটি পার্লার থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দেবিদ্বার থানা পুলিশের একটি দল উপজেলা গেট এলাকার ওমেন্স পারসোনা পার্লার থেকে লাশটি উদ্ধার করে।
নিহত কলেজছাত্রীর নাম নাদিয়া আক্তার। তিনি ওই পার্লারে বিউটিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। নাদিয়া দেবিদ্বার উপজেলার ধলাহাস গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পার্লারের ভেতর থেকে নাদিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, মেয়ের পরিবার আমাকে জানায় মেয়েটি অনেক জেদি ছিলো, এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

