আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গা ও তেঁতুলিয়ায়

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গা ও তেঁতুলিয়ায়

পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৫ শতাংশ। এর ৩ ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ের বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ । যা সারাদেশের সর্বনিম্ন।

চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কখনো মাঝারি, আবার কখনো মৃদু। কনকনে ঠান্ডা, ঘনকুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। রাত থেকে সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জনজীবন।

গতকাল শুক্রবার জেলার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস । গত বুধবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ নেমে আসায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে।

প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জামান, আজ সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এর তিন ঘন্টা পর সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময়ের বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ । আজ চুয়াডাঙ্গা ও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন