আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুনামগঞ্জের জগন্নাথপুর-পাগলা মহাসড়কে দুর্ধর্ষ ডাকাতি

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুর-পাগলা মহাসড়কে দুর্ধর্ষ ডাকাতি

সুনামগঞ্জে জগন্নাথপুর-পাগলা-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টায় সীমান্তবর্তী পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের কোন্দানালায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টায় সড়কের মাঝখানে একটি লরি গাড়ি রেখে ও গাছ ফেলে সড়ক আটকে মুখোশধারী ডাকাতরা ঢাকাগামী দুটি বাসসহ কয়েকটি যানবাহনে ওঠে। পরে যাত্রীদের কাছ থেকে অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে তারা। এসময় বাধা দিলে ডাকাতদের হামলায় কয়েকজন যাত্রী আহত হন।

যাত্রী রাসেল জানান, সুনামগঞ্জ থেকে তিনি ঢাকাগামী একটি বাসে ওঠেন। হঠাৎ ২০-২৫ জন ডাকাত তাদের বাসে হামলা চালায়। ডাকাতরা ধারালো অস্ত্র গলায় ধরে তার কাছে থাকা ১ লাখ টাকা নিয়ে গেছে।

জগন্নাথপুরের জুবায়ের আহমদ জানান, আমরা ঘটনাস্থল থেকে প্রায় ১০ মিনিটের দূরত্বে ব্যাডমিন্টন খেলার প্রতিযোগিতায় ছিলাম। একজন গাড়িচালক ডাকাতির খবর জানান। সঙ্গে সঙ্গে আমরা কয়েকজন মোটরসাইকেলে ঘটনাস্থলে আসি। তখন ডাকাতরা হাওরের দিকে পালিয়ে যায়।

জগন্নাথপুর থানার ওসি রুহুল আমীন জানান, ঘটনাস্থল আমাদের থানাভুক্ত নয়। এটি ছাতক থানায় পড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...