আন্তর্জাতিক আইন অমান্য করে ১৫০ গজের ভিতরে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফর কাঁটাতারের বেড়া ও সড়ক নির্মাণের চেষ্টায় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে বিএসএফ।
এ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে। এতে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ ও বাধা প্রদান করা হলে বৃহস্পতিবার দুপুরে খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৪ এর কাছে বিজিবি-বিএসএফের ১২ সদস্যের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ বালারহাট বিওপির কমান্ডার আবু তাহের ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়নকুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।
জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩৪ এর সাব পিলার ১ নং থেকে ৯৩৪ এর পিলারের সাব পিলার নং ১১ পর্যন্ত ১ কিলোমিটার দীর্ঘ লম্বা সড়ক রয়েছে। এই সড়কটি ভারত অভ্যন্তরে ভারতীয় কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকা হয়ে কুর্শাহাট-টু-দিনহাটা যাতায়াতের সড়ক।
এই সড়কটির প্রায় ১ কিলোমিটার জুড়ে বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড কোথাও ৭০ গজ, কোথাও ৬০ গজ আবার কোথাও ৫০ গজ দুরুত্বে। ফলে পুরো ১ কিলোমিটার এই সড়কটি আন্তর্জাতিক আইনের ১৫০ গজের ভিতরের মধ্যে থাকায় এই সড়কটি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে প্রায় ঝামেলার সৃষ্টি করে।
এই সড়কটিতে প্রায়ই কাঁটাতারে নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। কিন্তু আন্তর্জাতিক আইনে ১৫০ গজের বাইরে সড়কটি না থাকায় বিজিবি যৌত্তিক আপত্তি তুলে ধরলে বিএসএফ পিছু হটে। এবারও আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসফ ওই ১ কিলোমিটার সড়কের পাশে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু করলে বিজিবি আপত্তি জানায়।
বিজিবি সড়ক নির্মাণ বন্ধ রাখার আপত্তি জানালেও বিজিবি কর্ণপাত না করে আন্তর্জাতিক আইন অমান্য করে সড়ক নির্মাণ কাজ চালিয়ে যায়। এ নিয়ে একটি উত্তেজনার সৃষ্টি হয়। এরপর বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ বালারহাট বিওপির কমান্ডার সুবেদার আবু তাহের সাংবাদিকদের সৃষ্ট ঘটনা নিয়ে পতাকা বৈঠকের সত্যতা নিশ্চিত করেন। সড়ক নির্মাণের ব্যবহৃত কিছু সরঞ্জাম বিএসএফ ঘটনাস্থল থেকে সড়িয়ে নিচ্ছে বলেও জানান ওই বিজিবি কমান্ডার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

