
চট্টগ্রাম ব্যুরো

রাউজানে বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যা একটি পরিকল্পিত গ্যাং-স্টাইলে সংগঠিত খুন বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।
সোমবার বিকেল ৩টায় চট্টগ্রামের ২ নম্বর গেটে সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু হত্যাকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
হাটহাজারীর মদুনাঘাট সেতুর পশ্চিম প্রান্তে মোটরসাইকেল যোগে অনুসরণ করে পাঁচ অস্ত্রধারী আবদুল হাকিমের গাড়িতে ঢুকে বর্বরোচিত গুলিবর্ষণ করে; ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ বলছে-ওই ‘কিলিং মিশনে’ মোট ১৫ জন অংশ নেয়ায় তদন্তের বিভিন্ন সূত্রে তথ্য মিলেছে।
রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট গ্রামের আয়ুব আলী সওদাগরের বাড়ির পুকুরপাড়ে রোববার দিবাগত রাত ও সোমবার দুপুর ২টা পর্যন্ত অভিযান চালায় পুলিশ।
অভিযানে উদ্ধারকৃতগুলোর মধ্যে রয়েছে গত বছর পুলিশ ভাণ্ডার থেকে খোয়া যাওয়া চাইনিজ রাইফেল। যার সিরিয়াল নম্বর পুলিশের রেকর্ডের সঙ্গে মিলে গিয়েছে। একটি শটগান, সাত রাউন্ড গুলি, চারটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, মোট ৪৯ রাউন্ড রাইফেলের গুলি ও একাধিক ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র। পুলিশ বলছে, হত্যায় ব্যবহৃত মোট ৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, আব্দুল হাকিম হত্যায় ১৫ জন অংশ নেয়। সরাসরি গুলি করে পাঁচজন। ২ জন ২টি মোটরসাইকেল নিয়ে অনুসরণ করে। একজন সেতুর অপর পাশ থেকে তদারকি করে। এই কিলিং মিশন যার মাধ্যমে সংঘটিত হয়েছে, তাকেও শনাক্ত করা গেছে। কিন্তু তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না।
তিনি বলেন, হত্যায় ব্যবহৃত মোট ৫টি অস্ত্র উদ্ধার করা গেছে। এসময় দু’জনকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। রাউজানে এখন সাতটি গ্রুপ টার্গেট কিলিং চালাচ্ছে। ৫ আগস্টের পর ১৬টি হত্যাকাণ্ডের মধ্যে ৭টি আধিপত্য, বাকিগুলো ঘটেছে পারিবারিকসহ বিভিন্ন কারণে। সন্ত্রাসীদের একটি বার্তা দিতে চায়, হয় তারা থাকবে না হয় পুলিশ। আত্মসমর্পণ না করলে পুলিশ কঠোর অবস্থানে যাবে।
গত ৭ অক্টোবর বিকেলে বাগোয়ান থেকে প্রাইভেট কারে শহরে ফেরার পথে হঠাৎই ঘটেছিল প্রাণঘাতী হামলা। মদুনাঘাট সেতুর পশ্চিম পাশে মোটরসাইকেলে এসে তাদের গাড়ির পাশে অবস্থান নেয় আগাম পরিকল্পিত সন্ত্রাসীরা ও একের পর এক গুলি ছুড়ে ফেলে। ওই সময় গুলিতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল হাকিম। তার গাড়িচালক ঘটনাস্থলে গুরুতর আহত হন।
ঘটনার পর জেলা পুলিশ ও রাউজান থানা যৌথভাবে তদন্ত শুরু করলে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট গ্রামের আয়ুব আলী সওদাগরের বাড়ির পুকুরপাড়ে অভিযান চালিয়ে পুকুরের তলদেশে লুকানো অবস্থায় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। পুকুরে পাওয়া অস্ত্রের মধ্যে গত বছর পুলিশ ভাণ্ডার থেকে খোয়া যাওয়া চাইনিজ রাইফেলও রয়েছে। যার সিরিয়াল নম্বর পুলিশের রেকর্ডের সঙ্গে মিলে গিয়েছে।
প্রাথমিকভাবে ৩১ অক্টোবর গরীব উল্লাহপাড়া এলাকা থেকে মো. আবদুল্লাহ খোকন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে খোকন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং জড়িতদের নাম প্রকাশ করেন। এরপর আরো অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মো. মারুফ, জিয়াউর রহমান, মো. সাকলাইন হোসেন, মো. সাকিব ও শাহেদ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল, রিভলভার, গুলি ও হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল।
জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু সাংবাদিক সম্মেলনে বিষয়টি উপস্থাপন করে বলেন, ঘটনার পেছনে দীর্ঘদিন ধরে কর্ণফুলি নদীর তীরবর্তী বালুমহাল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলা দ্বন্দ্ব জড়িত। তদন্তে ইঙ্গিত মেলে এ ঘটনায় ৭টি পৃথক সন্ত্রাসী চক্র কার্যকর ছিল এবং স্থানীয় প্রভাবশালী বালুমহাল ব্যবসায়ীদেরও সম্পৃক্ততার তথ্য মিলেছে। তিনি আরও বলেন, এটি একটি সুপরিকল্পিত হত্যা। আমরা হত্যার অর্থদাতা ও মূল পরিকল্পনাকারীদের পরিচয় শনাক্ত করেছি; তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
জেলা পুলিশ জানিয়েছে, রাউজানে এখন সাতটি গ্রুপ টার্গেট কিলিং চালাচ্ছে। পুলিশের ভাষ্য, ৫ আগস্টের পর থেকে ঘটেছে ১৬টি হত্যাকাণ্ড; এদের মধ্যে সাতটি আধিপত্যের সঙ্গে সম্পর্কিত এবং বাকিগুলো পারিবারিক কিংবা ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার ফল। পুলিশ সতর্ক করে বলেছে-সন্ত্রাসীরা যদি আত্মসমর্পণ না করে তবে কড়াকড়ি অভিযান জারি রাখা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
জেলা পুলিশের মুখপাত্র রাসেল জানান, গ্রেপ্তার আসামিদের জবানবন্দি ও তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযোগ ওঠার পর পুকুরের তলদেশে অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল। যেখানে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। চাইনিজ রাইফেলের সিরিয়াল নম্বর মিলেছে। যা গত বছর পুলিশের অস্ত্রাগার থেকে খোয়া গিয়েছিল বলে পুলিশি নথিতে দেখা গেছে।

রাউজানে বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যা একটি পরিকল্পিত গ্যাং-স্টাইলে সংগঠিত খুন বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।
সোমবার বিকেল ৩টায় চট্টগ্রামের ২ নম্বর গেটে সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু হত্যাকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
হাটহাজারীর মদুনাঘাট সেতুর পশ্চিম প্রান্তে মোটরসাইকেল যোগে অনুসরণ করে পাঁচ অস্ত্রধারী আবদুল হাকিমের গাড়িতে ঢুকে বর্বরোচিত গুলিবর্ষণ করে; ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ বলছে-ওই ‘কিলিং মিশনে’ মোট ১৫ জন অংশ নেয়ায় তদন্তের বিভিন্ন সূত্রে তথ্য মিলেছে।
রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট গ্রামের আয়ুব আলী সওদাগরের বাড়ির পুকুরপাড়ে রোববার দিবাগত রাত ও সোমবার দুপুর ২টা পর্যন্ত অভিযান চালায় পুলিশ।
অভিযানে উদ্ধারকৃতগুলোর মধ্যে রয়েছে গত বছর পুলিশ ভাণ্ডার থেকে খোয়া যাওয়া চাইনিজ রাইফেল। যার সিরিয়াল নম্বর পুলিশের রেকর্ডের সঙ্গে মিলে গিয়েছে। একটি শটগান, সাত রাউন্ড গুলি, চারটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, মোট ৪৯ রাউন্ড রাইফেলের গুলি ও একাধিক ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র। পুলিশ বলছে, হত্যায় ব্যবহৃত মোট ৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, আব্দুল হাকিম হত্যায় ১৫ জন অংশ নেয়। সরাসরি গুলি করে পাঁচজন। ২ জন ২টি মোটরসাইকেল নিয়ে অনুসরণ করে। একজন সেতুর অপর পাশ থেকে তদারকি করে। এই কিলিং মিশন যার মাধ্যমে সংঘটিত হয়েছে, তাকেও শনাক্ত করা গেছে। কিন্তু তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না।
তিনি বলেন, হত্যায় ব্যবহৃত মোট ৫টি অস্ত্র উদ্ধার করা গেছে। এসময় দু’জনকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। রাউজানে এখন সাতটি গ্রুপ টার্গেট কিলিং চালাচ্ছে। ৫ আগস্টের পর ১৬টি হত্যাকাণ্ডের মধ্যে ৭টি আধিপত্য, বাকিগুলো ঘটেছে পারিবারিকসহ বিভিন্ন কারণে। সন্ত্রাসীদের একটি বার্তা দিতে চায়, হয় তারা থাকবে না হয় পুলিশ। আত্মসমর্পণ না করলে পুলিশ কঠোর অবস্থানে যাবে।
গত ৭ অক্টোবর বিকেলে বাগোয়ান থেকে প্রাইভেট কারে শহরে ফেরার পথে হঠাৎই ঘটেছিল প্রাণঘাতী হামলা। মদুনাঘাট সেতুর পশ্চিম পাশে মোটরসাইকেলে এসে তাদের গাড়ির পাশে অবস্থান নেয় আগাম পরিকল্পিত সন্ত্রাসীরা ও একের পর এক গুলি ছুড়ে ফেলে। ওই সময় গুলিতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল হাকিম। তার গাড়িচালক ঘটনাস্থলে গুরুতর আহত হন।
ঘটনার পর জেলা পুলিশ ও রাউজান থানা যৌথভাবে তদন্ত শুরু করলে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট গ্রামের আয়ুব আলী সওদাগরের বাড়ির পুকুরপাড়ে অভিযান চালিয়ে পুকুরের তলদেশে লুকানো অবস্থায় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। পুকুরে পাওয়া অস্ত্রের মধ্যে গত বছর পুলিশ ভাণ্ডার থেকে খোয়া যাওয়া চাইনিজ রাইফেলও রয়েছে। যার সিরিয়াল নম্বর পুলিশের রেকর্ডের সঙ্গে মিলে গিয়েছে।
প্রাথমিকভাবে ৩১ অক্টোবর গরীব উল্লাহপাড়া এলাকা থেকে মো. আবদুল্লাহ খোকন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে খোকন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং জড়িতদের নাম প্রকাশ করেন। এরপর আরো অভিযানে গ্রেপ্তার করা হয়েছে মো. মারুফ, জিয়াউর রহমান, মো. সাকলাইন হোসেন, মো. সাকিব ও শাহেদ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল, রিভলভার, গুলি ও হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল।
জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু সাংবাদিক সম্মেলনে বিষয়টি উপস্থাপন করে বলেন, ঘটনার পেছনে দীর্ঘদিন ধরে কর্ণফুলি নদীর তীরবর্তী বালুমহাল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলা দ্বন্দ্ব জড়িত। তদন্তে ইঙ্গিত মেলে এ ঘটনায় ৭টি পৃথক সন্ত্রাসী চক্র কার্যকর ছিল এবং স্থানীয় প্রভাবশালী বালুমহাল ব্যবসায়ীদেরও সম্পৃক্ততার তথ্য মিলেছে। তিনি আরও বলেন, এটি একটি সুপরিকল্পিত হত্যা। আমরা হত্যার অর্থদাতা ও মূল পরিকল্পনাকারীদের পরিচয় শনাক্ত করেছি; তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
জেলা পুলিশ জানিয়েছে, রাউজানে এখন সাতটি গ্রুপ টার্গেট কিলিং চালাচ্ছে। পুলিশের ভাষ্য, ৫ আগস্টের পর থেকে ঘটেছে ১৬টি হত্যাকাণ্ড; এদের মধ্যে সাতটি আধিপত্যের সঙ্গে সম্পর্কিত এবং বাকিগুলো পারিবারিক কিংবা ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার ফল। পুলিশ সতর্ক করে বলেছে-সন্ত্রাসীরা যদি আত্মসমর্পণ না করে তবে কড়াকড়ি অভিযান জারি রাখা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
জেলা পুলিশের মুখপাত্র রাসেল জানান, গ্রেপ্তার আসামিদের জবানবন্দি ও তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযোগ ওঠার পর পুকুরের তলদেশে অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল। যেখানে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। চাইনিজ রাইফেলের সিরিয়াল নম্বর মিলেছে। যা গত বছর পুলিশের অস্ত্রাগার থেকে খোয়া গিয়েছিল বলে পুলিশি নথিতে দেখা গেছে।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আধুনিক হাতিয়া গড়তে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ইভটিজিংসহ সকল অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
১৫ মিনিট আগে
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় অভিযানে মিলন ত্রিপুরা (৩০) নামে ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
৩৮ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরায় পুকুরে ডুবে প্রাণ গেল মামা-ভাগনে দুই শিশুর। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজি তাহের মল্লিকের কান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—একই এলাকার দুলাল মল্লিকের ছেলে আব্দুল্লাহ (৪) এবং কুতুবপুর দারুল উলুম মাদরাসার শিক্ষক আবু নাঈমের ছেলে সিয়াম (৩)।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেলে লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ফেলনা এলাকায় দুঘর্টনা ঘটে। এতে আহত হয়েছেন পাঁচজন।
১ ঘণ্টা আগে