আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রথম দিন দুই মুসল্লির মৃত্যু

রংপুরে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা শুরু

রংপুর অফিস
রংপুরে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা শুরু

রংপুরে শুরু হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে এই ইজতেমার কার্যক্রম শুরু হয়। ইজতেমার প্রথম দিনে দুপুর পর্যন্ত দুই মুসল্লির মৃত্যুর খবর জানা গেছে।

বিজ্ঞাপন

ইজতেমার মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত মুসল্লিরা হলেন রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান ও টাঙ্গাইল জেলার তারা মিয়া। তাদের জানাজা বাদ জোহর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়।

ইজতেমার মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন বলেন, ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত কারণে দুজন মুসল্লির মৃত্যু হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ওসি মাইদুল ইসলাম বলেন, ইজতেমার মাঠে শ্বাসকষ্টজনিত কারণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের দুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকার মাঠে আয়োজিত এই ইজতেমায় রংপুর বিভাগের আট জেলা থেকে অসংখ্য মুসল্লি এসে শরিক হয়েছেন। আয়োজক কমিটি জানায়, এবারের ইজতেমায় ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি মেহমানরাও ময়দানে উপস্থিত হয়েছেন।

আয়োজক কমিটির সদস্য খালেকুজ্জামান রাজা বলেন, এবার জেলা ইজতেমার পরিবর্তে বিভাগীয় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ফলে বিভাগের আট জেলা থেকে মুসল্লিরা অংশ নেবেন। মাঠের ধারণক্ষমতা পাঁচ লাখ হলেও এবার ১০ লাখ মুসল্লির সমাগম হবে বলে আশা করেন তিনি।

এ বছর ইজতেমার নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাদা পোশাকে পুলিশি নজরদারির পাশাপাশি সার্বক্ষণিক তদারকির জন্য পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী বলেন, ইজতেমা উপলক্ষে আয়োজক কমিটি, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে।

তিনি আরো বলেন, ইজতেমার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ইজতেমা আয়োজকদের সঙ্গে কথা বলে কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। এছাড়া পুলিশের কন্ট্রোল রুম খোলা হয়েছে।

শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে রংপুরের ইজতেমার কার্যক্রম শেষ হবে। দেশের মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ইজতেমা থেকে হাজার হাজার মুসল্লি চিল্লার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে যাবেন বলে জানান তাবলিগের মুসল্লিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন