
উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে বাদী রাজিয়া সুলতানা ও তার পরিবারের উপর প্রকাশ্যে হামলার ৪৮ ঘণ্টা পর ফতুল্লা মডেল থানা মামলা গ্রহণ করেছে।
মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন রাজিয়া সুলতানা।
মামলায় প্রধান আসামি করা হয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে। এছাড়া ইসমাইল (৪৬), সাখাওয়াতের সহকারী হিরন (৩৮), শাহালম, টিটু, রাসেল বেপারী, জুনিয়র আইনজীবী আলামিন, খোরশেদ ও বিল্লালসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
রাজিয়া সুলতানার অভিযোগ, তার স্বামী ইরফান মিয়া ব্যবসায়ী ইসমাইলের কাছে ২৫ লাখ টাকার পাওনা দাবি করায় বিরোধ সৃষ্টি হয়। সেই টাকা না দেয়ার পাশাপাশি ইসমাইল তাদের হুমকি দিতে থাকে। এ ঘটনায় আগে আদালতে একটি মামলা দায়ের করা হয়, যা আসামিপক্ষের হয়ে লড়ছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার আদালতে হাজিরার সময় সাখাওয়াতের নির্দেশে তার সহযোগীরা রাজিয়া সুলতানা, তার স্বামী ইরফান মিয়া (৫০) এবং দুই ছেলে জিদান (১৮) ও আব্দুল্লাহ (৫)-এর উপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
রাজিয়া সুলতানার দাবি, প্রথমে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় এবং সাখাওয়াত হোসেনের নাম বাদ দিতে বলে। কিন্তু তিনি রাজি না হওয়ায় দীর্ঘ অনশনের পর মঙ্গলবার রাতে পুলিশ মামলা গ্রহণ করে।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার প্রতিপক্ষ রাজনৈতিক প্রার্থীর ইন্ধনে এ ঘটনা সাজানো হয়েছে। আমার সঙ্গে বাদী পক্ষের কোনো যোগাযোগই ছিল না। এটি আমার ভাবমূর্তি নষ্টের চেষ্টা।’
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘রাজিয়া সুলতানা মামলা করেছেন। আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।’

নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে বাদী রাজিয়া সুলতানা ও তার পরিবারের উপর প্রকাশ্যে হামলার ৪৮ ঘণ্টা পর ফতুল্লা মডেল থানা মামলা গ্রহণ করেছে।
মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন রাজিয়া সুলতানা।
মামলায় প্রধান আসামি করা হয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে। এছাড়া ইসমাইল (৪৬), সাখাওয়াতের সহকারী হিরন (৩৮), শাহালম, টিটু, রাসেল বেপারী, জুনিয়র আইনজীবী আলামিন, খোরশেদ ও বিল্লালসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
রাজিয়া সুলতানার অভিযোগ, তার স্বামী ইরফান মিয়া ব্যবসায়ী ইসমাইলের কাছে ২৫ লাখ টাকার পাওনা দাবি করায় বিরোধ সৃষ্টি হয়। সেই টাকা না দেয়ার পাশাপাশি ইসমাইল তাদের হুমকি দিতে থাকে। এ ঘটনায় আগে আদালতে একটি মামলা দায়ের করা হয়, যা আসামিপক্ষের হয়ে লড়ছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার আদালতে হাজিরার সময় সাখাওয়াতের নির্দেশে তার সহযোগীরা রাজিয়া সুলতানা, তার স্বামী ইরফান মিয়া (৫০) এবং দুই ছেলে জিদান (১৮) ও আব্দুল্লাহ (৫)-এর উপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
রাজিয়া সুলতানার দাবি, প্রথমে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় এবং সাখাওয়াত হোসেনের নাম বাদ দিতে বলে। কিন্তু তিনি রাজি না হওয়ায় দীর্ঘ অনশনের পর মঙ্গলবার রাতে পুলিশ মামলা গ্রহণ করে।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার প্রতিপক্ষ রাজনৈতিক প্রার্থীর ইন্ধনে এ ঘটনা সাজানো হয়েছে। আমার সঙ্গে বাদী পক্ষের কোনো যোগাযোগই ছিল না। এটি আমার ভাবমূর্তি নষ্টের চেষ্টা।’
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘রাজিয়া সুলতানা মামলা করেছেন। আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।’

মুফতি মুহিব্বুল্লাহর বড় ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, জাহাঙ্গীর আলম মেয়র থাকাকালে ইমাম পরিষদের অনুদানের বিষয়ে তার কাছে যাওয়া-আসা করতেন তার বাবা। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছেও যেতেন তিনি।
৬ ঘণ্টা আগে
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বুধবার রাতে করপাটি গ্রামে অভিযান চালিয়ে মাদক সহ আবদুর রহিমকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২ হাজার ৬৬৪ পিছ ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
৬ ঘণ্টা আগে
কুমিল্লায় চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে নির্যাতন করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়নের বিন্দিয়ারচর গ্রামে।
৭ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ৪নং হারিয়ারকুঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুমারেশ রায়ের বিরুদ্ধে পরিষদের নিয়মিত সভা না করা, স্বজনপ্রীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়নের সাতজন ইউপি সদস্য।
৮ ঘণ্টা আগে