আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ হামলা চালায়।

ককটেল বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় শহরে স্বাভাবিক কার্যক্রম চলছিল। হঠাৎ করেই জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলে তা বিস্ফোরিত হয়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পরপরই গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যদেরও ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখে আলামত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ সাংবাদিকদের জানান, বাসভবনের সীমানা প্রাচীরের ভেতরে সামনের অংশ থেকে কৌটা সদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ ধরনের নাশকতা ঘটানো হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...