আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, নেতাকর্মীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, নেতাকর্মীদের সড়ক অবরোধ

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনাবাহিনীর হেফাজতে মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১২টার পর তার মৃত্যু হয়। পরে তার লাশ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। তারা বলেন, রাত ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর ব্যবসাপ্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে সেনা হেফাজতে নেওয়া হয়। রাত প্রায় ১টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন বিএনপির নেতাকর্মীরা।

নিহত ডাবলুর ভাই জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল বিলাপ করতে করতে বলেন, ‘আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।’

জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন বলেন, শনিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে তাদের চার ভাইকে সেনাবাহিনীর সদস্যরা নির্যাতন এবং বেধড়ক মারধর করেন।

এ বিষয়ে ক্যামেরার সামনে সেনাবাহিনীর কোনো সদস্য কথা বলতে রাজি হননি। তবে তাদের দাবি, ডাবলুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে রাত ৩টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন বিজিএমইয়ের সভাপতি, জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, ‘আমরা আইন হাতে তুলে নেব না। আমরা আইনগত ব্যবস্থা নেব।’

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে সারা রাত সেনাবাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়। এদিকে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত জানাননি জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা সেনবাহিনী ক্যাম্পে নিয়োজিত ক্যাপ্টেন সৌমিকসহ অন্যান্য সেনাসদস্য কোনো ব্যক্তির কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে গেলে তাদের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও শারীরিক-মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন